Jammu and Kashmir: বারামুল্লায় জঙ্গি হামলার ঘটনার পর জম্মু-কাশ্মীরে জারি তল্লাশি অভিযান, কড়া নজরদারি বাহিনীরপ

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় জঙ্গি হামলায় ২ স্থানীয় বাসিন্দা ও ২ জওয়ানের মৃত্যু ঘটনার পর থেকেই কড়া নজরদারি রাখা হয়েছে বিভিন্ন এলাকায়।

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লায় ( (Baramulla) ) জঙ্গি হামলায় ২ স্থানীয় বাসিন্দা ও ২ জওয়ানের মৃত্যু ঘটনার পর থেকেই কড়া নজরদারি রাখা হয়েছে বিভিন্ন এলাকায়। শুক্রবার গোপনসূত্রে খবর পাওয়া গিয়েছে যে বারামুল্লার বুটাপাথরি এলাকায় সন্দেহভাজনদের আনাগোনা দেখা গিয়েছে। তারপর থেকেই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা জওয়ান। জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা জওয়ানদের যৌথ বাহিনী এই অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এখনও সন্দেহজনক কোনও ব্যক্তি বা কিছু দেখা যায়নি বলে খবর।

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা বা পরিযায়ী শ্রমিকদের। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি এই ঘটনা নিয়ে এনসি ও কংগ্রেসকে দায়ি করছে। অন্যদিকে শুক্রবার এনসি সুপ্রিমো ফারুক আবদুল্লা জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলছে। ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে জঙ্গি হামলা করছে। তবে তাঁরাও এর যোগ্য জবাব দিতে জানে। ফলে এখনই এই হামলা বন্ধ না করলে পাকিস্তানকে এরজন্য ভুগতে হবে।