Sun Tanning Removal: রোদে পোড়া কালো দাগ দূর করুন রোস্ট হলুদ দিয়ে, ত্বক হবে জেল্লাদার
গ্রীষ্মের মৌসুমে সূর্যের ট্যানিংয়ের কারণে আমরা সমস্যায় পড়ি।
কলকাতা : গ্রীষ্মের মৌসুমে সূর্যের ট্যানিংয়ের কারণে আমরা সমস্যায় পড়ি। ত্বকে কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায়। এই কালো দাগ দূর করতে ভাজা হলুদের একটি ব্যবহার দেখে নেওয়া যাক, যা সান ট্যান দূর করবে এবং ত্বক উজ্জ্বল করবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে রোস্টেড হলুদ (Roasted Turmeric) তৈরি করে ত্বকে লাগাবেন।
কিভাবে রোস্টেড হলুদ তৈরি করবেন
কম আঁচে গ্যাসে একটি ভারী প্যান বা তাওয়া দিন। এবার প্যানে প্রয়োজন মতো হলুদ দিন। নাড়াচাড়া করে হলুদগুলি ভেজে নিন। যতক্ষণ না হলুল থেকে গন্ধ বার হওয়া শুরু হয় এবং এর রঙ গাঢ় হয় ততক্ষণ ভাজুন।ভাজা হয়ে গেলে একটি পাত্রে রেখে ঠান্ডা করে নিন।
রোস্টেড হলুদ স্ক্রাব
ভাজা হলুদের স্ক্রাব তৈরি করতে একটি পাত্রে ২ চা চামচ হলুদ নিন, এবার তাতে আধা চা চামচ মধু মেশান। দুটোই ভালো করে মেশানোর পর এতে ১ চা চামচ দই দিয়ে আবার ভালো করে মেশান।
এবার পেস্টটিকে আপনার ত্বকের ট্যানিং জায়গাগুলতে লাগান। ১৫ মিনিট লাগিয়ে রাখার পর ত্বক থেকে মুছে ফেলুন। হলুদের এই পেস্ট মুখেও উজ্জ্বলতা আনে।