IPL Auction 2025 Live

Ram Navami Ayodhya Mandir Guidelines: অযোধ্যার রাম মন্দিরে প্রথম রাম নবমী, রামলালার দর্শনে বিশেষ নির্দেশিকা জারি মন্দির ট্রাস্টের

রাম নবমী উপলক্ষ্যে অন্ততপক্ষে ৪ লক্ষ ভক্ত আসতে পারেন সেখানে। রাম নবমীর পবিত্র উৎসবে আগত ভক্তদের সুবিধার্থে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ram Lalla (Photo Credits: X)

Ram Navami Ayodhya Mandir Guidelines: আগামী ১৭ এপ্রিল রাম নবমী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে অভিষেকের পর প্রথমবার রাম নবমীতে পূজিত হবেন রামলালা (Ram Lalla)। মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিন মন্দিরে ভক্ত সংখ্যা যে কী সাংঘাতিক হতে চলেছে তা অনুমান করে আগে থেকেই নিরাপত্তার বিষয়ে ব্যবস্থাপনা শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রথমবার অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir) রাম নবমীতে পূজিত হবেন রামলালা। এদিন বিরাট সংখ্যক ভক্তের আগমন হতে চলেছে মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের তরফে অনুমান, রাম নবমী উপলক্ষ্যে অন্ততপক্ষে ৪ লক্ষ ভক্ত আসতে পারেন সেখানে। রাম নবমীর পবিত্র উৎসবে আগত ভক্তদের সুবিধার্থে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) পক্ষ থেকে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জারি করা নির্দেশিকা এক ঝলকে দেখে নিন...