West Bengal Day: সেপ্টেম্বরের ৪ তারিখ বিধানসভায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করার প্রস্তাব আনবে তৃণমূল

২০ জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল বিতর্ক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যপালের এই কর্মসূচীর তীব্র বিরোধিতা করার পাশাপাশি অন্য একটি দিনে রাজ্য দিবস পালনের প্রস্তুতি শুরু করে।

Photo Credits: IANS & Wikimedia commons

কলকাতা:  ২০ জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালন করেছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল বিতর্ক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) রাজ্যপালের এই কর্মসূচীর তীব্র বিরোধিতা করার পাশাপাশি অন্য একটি দিনে রাজ্য দিবস (Statehood Day) পালনের প্রস্তুতি শুরু করে। সম্প্রতি তা চূড়ান্ত রূপ নেয়।

এবার জানা গেল, আগামী ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) তৃণমূল কংগ্রেস বাঙালি নববর্ষের দিন পয়লা বৈশাখকে (Polia Boishakh) রাজ্য দিবস হিসেবে ঘোষণা করার বিষয়ে একটি প্রস্তাব (proposal) আনতে চলেছে। আর সেপ্টেম্বর মাসেই তা পাস (passed) করা হবে। রাজ্য দিবসের পাশাপাশি রাজ্যের নিজস্ব সঙ্গীত সৃষ্টির বিষয়ে প্রস্তুতি চলছে তৃণমূল সরকারের উদ্যোগে। কয়েকটি গানকে নির্দিষ্ট করে তার থেকে একটি বেছে নেওয়ার জন্য কমিটিও তৈরি করা হয়েছে। আরও পড়ুন: Pakistan Spy Arrested From Kolkata: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে দেশের নিরাপত্তা তথ্য ফাঁস, কলকাতায় ধৃত ১