On Water Tank For GF: বাস্তবেও যেন 'শোলে'র আঁচ, বান্ধবীর অভিমান ভাঙাতে বীরুর পথ অনুসরণ যুবকের

বান্ধবীকে যুবক হুমকি দেয়, সে যদি তাঁর সঙ্গে কথা না বলে তাহলে ওই জলের ট্যাঙ্কির উপর থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

ভুবনেশ্বর, ১৫ এপ্রিলঃ বাস্তবে যেন হিন্দি ছবির ছোঁয়া। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র অভিনীত কালজয়ী চলচ্চিত শোলে (Sholay) সিনেমার কথা নিশ্চয়ই সকলের মনে আছে। সেখানে বীরু তাঁর বসন্তীর অভিমান ভাঙানোর জন্যে বহুতল জলের ট্যাঙ্কের মাথায় চড়েছিল। সেই দৃশ্যের ছায়াই দেখা গেল ওড়িশার বোলাঙ্গির জেলার দেওগাঁও তহসিলের অধীনে কুথুরলা গ্রামে।

বান্ধবী অভিমান করে ফোন তুলছে না। কথা বলছে না। তাই বান্ধবীর রাগ ভাঙানোর জন্যে জলের ট্যাঙ্কির উপর উঠে বান্ধবীকে ভিডিয়ো কল করে দেখায় কুথুরলা গ্রামের বাসিন্দা পিন্টু হরপাল। বান্ধবীকে যুবক হুমকি দেয়, সে যদি তাঁর সঙ্গে কথা না বলে তাহলে ওই জলের ট্যাঙ্কির উপর থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে।

বিশাল উঁচু ওই জলের ট্যাঙ্কির উপর যুবককে দেখে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় দমকল অসিফে। দমকল কর্মীরা পিন্টুকে নামিয়ে আনার চেষ্টায় জলের ট্যাঙ্কির উপর উঠতে শুরু করলেই পিন্টু নিজের পকেট থেকে কিছু একটা ওষুধ বের করে খেয়ে নেয়। যা দেখে গ্রামবাসীদের মধ্যে উগবিগ্নতা আরও বেড়ে যায়।

বাস্তবেও যেন 'শোলে'র আঁচ... 

অবশেষে পিন্টুকে উদ্ধার করেন দমকল কর্মীরা। জলের ট্যাঙ্কি থেকে নামিয়ে এনে গ্রামবাসীদের সহায়তায় তাঁকে দেওগাঁও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।