Nysa Devgan Viral Video: বড়দিনের রাতে বেসামাল নাইসা, কাজল কন্যার ভিডিয়ো দেখে নিন্দার ঝড় নেটপাড়ায় 

মুম্বই, ২৬ ডিসেম্বরঃ গোলাপি বডিকন ড্রেসে উন্মুক্ত ব্রালেট থেকে উপচে পড়ছে নাইসার (Nysa Devgan) বক্ষযুগল। খ্রিষ্টমাসের রাতে কাজল (Kajol) কন্যা নাইসার পোশাক দেখে নিন্দার ঝড় নেটিজেনদের। বড়দিন (Chrisrmas 2022) উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে পার্টিতে মজেছিলেন কাজল-অজয় কন্যা নাইসা (Kajol and Ajay Devgn Daughter Nysa Devgan)। সেই পার্টি থেকে বেরিয়ে পাপারাৎজির (Paparazzi) ক্যামেরাবন্দি হন তারকা কন্যা। সঙ্গে ছিলেন বন্ধু অরহান আত্রামনি। পার্টি থেকে বেরিয়ে বেসামাল নাইসার হাত ধরে গাড়িতে ওঠালেন অরহান। তবে নেটপাড়ায় ভাইরাল হওয়া (Nysa Devgan Viral Video) এই ভিডিয়োতে নেটিজেনদের চোখ টেনেছে নাইসার পোশাক। বছর শেষে শহর ছাড়লেন ক্যাট-ভিকি, নতুন বছরের ডেস্টিনেশন কোথায়?

দেখুন সেই ভিডিয়োঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

এখনও বলিউডে নিজের জায়গা করেনি নাইসা। তার আগেই সংবাদমাধ্যমের শিরোনামে ঘুরে বেরান তিনি। চর্চায় থাকেন নেটিজেনদের। তবে সেই সবই তাঁর অদ্ভুত পোশাকের জেরে। নিজের খোলামেলা পোশাকের জন্যেই মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন কাজল কন্যা। সান্তাকে জড়িয়ে অনুষ্কা, খ্রিষ্টমাসে অভিনেত্রীর ঘরে এ কার আগমন?

সবে মাত্রই ১৮ এর গণ্ডি টপকেছে নাইসা। এতদিন বিদেশে থেকে পড়াশুনা করে দেশে ফিরেছে। আর দেশে ফিরতেই নিজের খোলামেলা পোশাক দিয়ে সে মিডিয়াকে আকর্ষণ করে চলেছে নিজের দিকে। তবে নিজের পোশাকের জন্যে নেটিজেনদের থেকে নিন্দাও কুড়াতে হয় তাঁকে।



@endif