Navale Bridge Accident:পুনে-বেঙ্গালুরু হাইওয়ের নাভাল ব্রিজে হাড়হিম করা দুর্ঘটনা, চিড়ে-চ্যাপ্টা ৪৮টি গাড়ি

পিএমআরডিএ দমকল বিভাগের দমকল আধিকারিক সুজিত পাতিলের মতে, 'প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে একটি ট্যাঙ্কার ব্রেক ফেল করার পরে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

Photo Credit: Twitter@ANI

মহারাষ্ট্রের পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে (Pune-Bengaluru highway) ঘটে গেল হাড়হিম করা দুর্ঘটনা। নাভাল ব্রিজে (Naval Bridge ) দাঁড়িয়ে থাকা গাড়ির লম্বা লাইনে হঠাৎই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। পরপর গাড়ির সংঘর্ষে কমপক্ষে প্রায় ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

পিএমআরডিএ দমকল বিভাগের দমকল আধিকারিক সুজিত পাতিলের মতে, 'প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে একটি ট্যাঙ্কার ব্রেক ফেল করার পরে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ভয়াবহ সংঘর্ষের পর পুনে ফায়ার ব্রিগেড এবং পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (PMRDA) এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। গভীর রাত থেকে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে।