Mumba-Aadhaar Cards Misuse For Sim: অধার কার্ড ব্যবহার করে অবৈধ সিমের চোরাচালান, মুম্বইতে গ্রেফতার
ওই দোকানে যে সমস্ত ক্রেতারা সিম কার্ড কিনতে গিয়েছেন তাঁদের থেকে আধার কার্ড, ছবি এমনকি তাঁদের আঙুলের চাপ সংগ্রহ করে রাখতেন দোকানদার।
মুম্বই, ১৯ জুনঃ অবৈধ সিম কার্ড চালু করতে অধার কার্ডের অপব্যবহারের (Aadhaar Cards Misuse For Sim) অভিযোগে মুম্বইয়ের (Mumbai) এক মোবাইল ফোন দোকানের কর্মচারীকে গ্রেফতার করেছেন পুলিশ। এছাড়াও আরও সাত জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) অপরাধমূলক কাজের জন্যে ওই দোকানের কর্মচারী আধার কার্ড ব্যবহার করে ৯৯টি সিম কার্ড চালু করেছিলেন। এক শীর্ষস্থানীয় টেলিকম সংস্থার নোডাল অফিসারর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ গ্রেফতার করেছেন অভিযুক্ত দোকানের কর্মচারীকে।
চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক কল সেন্টার তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছিলে ১২৮টি অবৈধ সিম কার্ড। যা কেনা হয়েছিল মুম্বই থেকে। টেলিকমিউনিকেশন দফতরের তরফে জানানো হয়, ওই ১২৮টি অবৈধ সিম কার্ডের মধ্যে ৯৯টি মুম্বইয়ের আইটি কলোনির এক মোবাইল দোকান থেকে বিক্রি করা হয়েছিল।
পুলিশ জানায়, গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ওই দোকানে যে সমস্ত ক্রেতারা সিম কার্ড কিনতে গিয়েছেন তাঁদের থেকে আধার কার্ড, ছবি এমনকি তাঁদের আঙুলের চাপ সংগ্রহ করে রাখতেন দোকানদার। যা ব্যবহার করে ওই দোকানদার পরবর্তীকালে অবৈধ সিম কার্ড চালু করতেন (Aadhaar Cards Misuse For Sim)। এবং সেই অবৈধ সিম কার্ড তিনি বিক্রি করতেন উত্তরপ্রদেশের ওই কল সেন্টারে।
গত শনিবার ৮ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধি এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছিল। যার ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। ধৃত মোবাইল ফোন দোকানের কর্মচারীর নাম শেরু চৌহান।