IPL Auction 2025 Live

Missing Indian Army Soldier Traced: হদিশ মিলল নিখোঁজ জওয়ানের, মেডিক্যাল চেকআপের পরেই হবে জিজ্ঞাসাবাদ

বাড়ি থেকে কিছুটা দূরে জাভেদের পরিত্যক্ত গাড়িটি উদ্ধার করেছিল পুলিশ। গাড়িতে পড়ে ছিল জাভেদের মোবাইল ফোনটি। এছাড়াও মিলেছিল ধ্বস্তাধস্তি চিহ্ন এবং রক্তের কিছু ছাপ।

Indian Army Soldier Javed Ahmad. (Photo Credits: Twitter)

শ্রীনগর, ৪ অগাস্টঃ খোঁজ মিলল নিখোঁজ হওয়ার ভারতীয় জওয়ানের (Missing Indian Army Soldier Traced)। নিখোঁজ হওয়ার ছয় দিনের মাথায় অবশেষ খুঁজে পাওয়া গেল তাঁকে। ৩ অগাস্ট বৃহস্পতিবার জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ জানিয়েছেন, জাভেদ আহমেদ ওয়ানির খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, 'নিখোঁজ সেনা জওয়ানকে উদ্ধার করেছে কুলগাম পুলিশ। একটি মেডিক্যাল চেক আপের পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু  করা হবে'।

গত ২৯ জুলাই নিজের বাসভূমি কুলগাম থেকে আচমকাই লাপাতা হয়ে গিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর ওই জওয়ান। ২৫ বছরের জাভেদ (Indian Army Soldier Javed Ahmad) মহরমের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। কুলগাম জেলার অচথল এলাকায় তাঁর বাড়ি। কর্মসূত্রে লে লাদাখে থাকেন। কিন্তু শনিবার সন্ধেবেলা কেনাকটি করতে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর বাড়ি ফেনেনি। বাড়ি থেকে কিছুটা দূরে জাভেদের পরিত্যক্ত গাড়িটি উদ্ধার করেছিল পুলিশ। গাড়িতে পড়ে ছিল জাভেদের মোবাইল ফোনটি। এছাড়াও মিলেছিল ধ্বস্তাধস্তি চিহ্ন এবং রক্তের কিছু ছাপ।

ভারতীয় জওয়ানের খোঁজে ভারতীয় সেনাবাহিনী ও কুলগাম পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তল্লাশির সুবিধার্থে পুলিশি পাহাড়ায় ঘিরে রাখা হয়েছিল গোটা এলাকাটিকে। ছয় দিনের মাথায় খোঁজ মিলল নিখোঁজ জওয়ানের। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েছিলেন জাভেদের মা এবং স্ত্রী। তাঁদের দাবি ছিল জাভেদকে অপহরণ করা হয়েছে। তাকে যাতে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় সেই জন্যে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তাও শেয়ার করেছিলেন তাঁর অহসায় মা এবং স্ত্রী।