Nadia: ফেসবুক বন্ধুই সর্বনাশ করল কিশোরীর, ধর্ষণের অভিযোগে গ্রেফতার নদীয়ার কিশোর
ফের ধর্ষণের ঘটনা ঘটল নদীয়ায়। এবার তেহট্ট এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করল পাশের পঞ্চায়েত এলাকার এক কিশোর।
ফের ধর্ষণের ঘটনা ঘটল নদীয়ায় (Nadia)। এবার তেহট্ট এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করল পাশের পঞ্চায়েত এলাকার এক কিশোর। যদিও একই এলাকার বাসিন্দা হওয়ার পরেও দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। আর সেখান থেকেই হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অভিযোগ, গত সোমবার বাড়িতে কেউ না থাকায় নাবালককে ডাকে ওই কিশোরী। জানা যাচ্ছে. কিছুক্ষণ কথাবার্তার পরেই আচমকাই নাবালিকার ওপর ঝাঁপিয়ে সে। আর তারপরেই মুখ চেপে ধর্ষণ করে অভিযুক্ত। সেই সময় কোনওমতে হাত ছাড়িয়ে চিৎকার করে ওঠে সে।
আর তখনই তাঁর চিৎকার শুনে পাশের ঘরে থাকা অসুস্থ দাদু ছুটে আসে। তখন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় কিশোর। এরপর পরিবারের সদস্যরা ওইদিন রাতেই থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। জানা যাচ্ছে, অভিযুক্ত কিশোর ১৭ বছর বয়সী, সম্প্রতি তাঁর সঙ্গে পাশের পঞ্চায়েত এলাকার এক ১৩ বছরের কিশোরীর ফেসবুক সূত্রে আলাপ হয়। এদিন ফাঁকা বাড়ি পেয়ে মেয়েটির ওপর নির্যাতন চালায় অভিযুক্ত।
আর তারপরেই সোমবার রাতেই নির্যাতিতা পরিবারের অভিযোগের ভিত্তিতে কিশোরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। বুধবার সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে হোমে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে মেয়েটির শারীরিক পরীক্ষা করার পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।