ISL 2021-22: আজ আইএসএলে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড বনাম চেন্নাইয়ন এফসি, কখন-কোথায় সরাসরি দেখবেন উত্তর পূর্ব -দক্ষিণের লড়াই

আজ, সোমবার আইএসএলে মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড-চেন্নাইয়ন এফসি। প্রথম ম্যাচে জয়ের পর টগবগে হয়ে নামছে চেন্নাইন এফসি। আজ জিতলে এটিকে মোহনবাগানকে ধরে ফেলবে চেন্নাই।

ISL |(Photo Credits- ISL-Indian Super League_Facebook)

মারগাঁও, ২৯ নভেম্বর:  আজ, সোমবার আইএসএলে (ISL 2021-22) মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড (North East United FC)-চেন্নাইয়ন এফসি। প্রথম ম্যাচে জয়ের পর টগবগে হয়ে নামছে চেন্নাইন এফসি (Chennaiyin FC)। আজ জিতলে এটিকে মোহনবাগানকে ধরে ফেলবে চেন্নাই। প্রথম ম্যাচে হায়াদ্রাবাদ এফসিতে ১-০ গোলে হারায় চেন্নাইয়ন। তবে এই ম্যাচে নামার আগে দু বারের আইএএসল চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় সমস্যা হল তারকা মিডফিল্ডার রাফায়েল ক্রিভালেরোর অনুপস্থিতি। পেশীর চোটের কারণে খেলতে পারবেন না তিনি। তবে চেন্নাইয়ের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী।

অন্যদিকে, বেঙ্গালুরু এফসি-র কাছে ২-৪ব গোলে পরাস্ত হয়ে চলতি বছরের আইএসএল অভিযান শুরু করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। তবে এরপর দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে খালিদ জামিলের কোচিংয়ে খেলা নর্থ ইস্ট। আজ প্রথম জয়ের সন্ধানে নামছে খালিদ জামিলের ছেলেরা। আরও পড়ুন: লাঞ্চের আগে আজ পড়ল না উইকেট, কিউইদের এখন আর চাই ২০৫ রান, ভারতের ৯টা উইকেট

দেখে নিন নর্থ ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাই এফসি ম্যাচ  নিয়ে কিছু জরুরি কথা

কখন কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম চেন্নাইয়ন এফসি?

২৯ নভেম্বর, সোমবার গোয়ার মারগাঁওয়ের ফতোদরা স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থ ইস্ট-চেন্নাই।

কখন থেকে শুরু হবে এই খেলা

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই খেলা।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টস টু এসডি ও এইডি চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচের।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই খেলা

ডিজনি+হটস্টারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি দেখানো হবে এই খেলা।

পয়েন্ট তালিকায় দুই দল কোন জায়গায় দাঁড়িয়ে

চেন্নাইএন এফসি এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলে একটাতেই জিতেছে। তবে ইতিমধ্যেই অন্য বেশ কিছু দল দুটি, তিনটি করে ম্যাচ খেলে ফেলায় লিগ তালিকায় চেন্নাই সাত নম্বরে দেখাচ্ছে। আজ জিতলে এটিকে মোহনবাগানকে ধরে ফেলবে চেন্নাইন। অন্যদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড দুটি ম্যাচ খেলে একটিতে হেরেছে, একটি ড্র করে পেয়েছে মাত্র এক পয়েন্ট। লিগ তালিকায় উত্তর পূর্ব ভারতের এই দল ৯ নম্বরে আছে।



@endif