JEE Advanced Result 2021: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল ঘোষণা, কী ভাবে রেজাল্ট দেখবেন?
চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার (JEE Advanced 2021) ফলাফল ঘোষণা করল আইআইটি খড়গপুর (IT Kharagpur)। অফিসিয়াল ওয়েবসাইট থেকে jeeadv.nic.in পড়ুয়ারা ফলাফল জেনে নিতে পারেন। প্রার্থীদের প্রয়োজনীয় ক্রেডেনশিয়াল ব্যবহার করে রেজাল্ট দেখতে পোর্টালে লগ ইন করতে হবে। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা হিসেবে ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল।
নতুন দিল্লি, ১৫ অক্টাবর: চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2021) ফলাফল ঘোষণা করল আইআইটি খড়গপুর (IT Kharagpur)। অফিসিয়াল ওয়েবসাইট থেকে jeeadv.nic.in পড়ুয়ারা ফলাফল জেনে নিতে পারেন। প্রার্থীদের প্রয়োজনীয় ক্রেডেনশিয়াল ব্যবহার করে রেজাল্ট দেখতে পোর্টালে লগ ইন করতে হবে। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল।
জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড-র ফলাফল কী ভাবে জানবেন:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://jeeadv.ac.in/-তে লগ ইন করুন
- হোম পেজে গিয়ে এখানে JEE Advanced 201 result লিঙ্কে ক্লিক করুন
- নিজের ক্রেডেনশিয়াল এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করুন
- পরের ধাপেই জয়েন্টের অ্যাডভান্স ফলাফল আপানার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে
- ফলাফল স্ক্রিনে চলে এলে আপনি তা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তী প্রয়োজনে
জেইই মেইন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই লাখ প্রার্থীকে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে দেওয়া হয়। ৩ অক্টোবর রবিবার নেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড)। পরীক্ষা দুটি শিফটে হয়।