Jamshedpur: দুই গোষ্ঠীর সংঘর্ষে জামসেদপুরে উত্তেজনা, জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট সংযোগ

রাম নবমীর পতাকার অপমান করা হয়েছে। এই অভিযোগেই জামসেদপুরে দুই ধর্মীয় সংগঠনের কিছু মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। যার জেরে জামসেদপুরের শাস্ত্রীনগর এলাকায় ছড়ায় উত্তেজনা।

Jamshedpur (Photo Credit: ANI/Twitter)

রায়পুর, ১০ এপ্রিল: জামসেদপুরে ধর্মীয় সংগঠনের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। জামসেদপুরে উত্তেজনা বাড়তে থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কদমা থানা এলাকায় টহল দিচ্ছে আধাসেনা। এলাকায় শান্তি, সুস্থিতি বজায় রাখতেই পুলিশের টহলদারি শুরু হয়েছে বলে খবর।

 

প্রসঙ্গত রাম নবমীর পতাকার অপমান করা হয়েছে।  এই অভিযোগেই জামসেদপুরে দুই ধর্মীয় সংগঠনের কিছু মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। যার জেরে জামসেদপুরের শাস্ত্রীনগর এলাকায় ছড়ায় উত্তেজনা।  শুধু তাই নয়, জামসেদপুরের শাস্ত্রীনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে, দুটি দোকান এবং একটি অটো জ্বালিয়ে দেওয়া হয় বলে খবর। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ হাজির হয়।  উত্তেজনা থামাতে পুলিশকে বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়।  ফলে জামসেদপুরের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে রবিবার থেকে। এরপরই ওই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।

পাশাপাশি ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।