IndiGo: টেক অফের মুহূর্তে রানওয়েতে পাখির সঙ্গে বিমানের ধাক্কা, বাতিল দুবাইগামী ইন্ডিগোর যাত্রা

মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন ইন্ডিগো বিমানটি টেক অফের মুখেই রানওয়েতে এক পাখির সঙ্গে সংঘাতের মুখোমুখি হয়।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Common)

বেঙ্গালুরু, ২৫ মেঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুবাইগামী ইন্ডিগো বিমান (IndiGo Flight)। টেক অফের মুখে আচমকা পাখির সঙ্গে বিমানের ধাক্কা। মেঙ্গালুরু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৮:৩০ রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বাতিল করতে হল বিমানের যাত্রা।

কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর (Mangaluru International Airport) থেকে এদিন ইন্ডিগো বিমানটি টেক অফের মুখেই রানওয়েতে এক পাখির সঙ্গে সংঘাতের মুখোমুখি হয়। সঙ্গে সঙ্গে বিমানচালক খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে (Air Traffic Control)। এরপরেই মেঙ্গালুরু থেকে দুবাইগামী ইন্ডিগো বিমানটির (Mangaluru to Dubai IndiGo Flight) টেক অফ বাতিল করে দেওয়া হয়।

পাখির সঙ্গে বিমানের ধাক্কার ফলে যাত্রা বাতিল হওয়ায় বিপাকে পড়েন ইন্ডিগোর (IndiGo) সকল যাত্রীরা। ফলে যাত্রীদের কথা ভেবে বিমান সংস্থার তরফে দুবাইয়ের (Dubai) উদ্দেশ্যে অপর এক বিমানের ব্যবস্থা করা হয়। অন্যদিকে পাখির সঙ্গে ধাক্কা লাগা নির্দিষ্ট ইন্ডিগো বিমানটি প্রযুক্তিগত পরিদর্শনের জন্যে পাঠানো হয়েছে।



@endif