Hockey World Cup 2023: জাপানকে ৮-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের ম্যাচে জয়ী ভারত
ম্যাচের প্রথমার্ধে দুপক্ষই কোনও গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। পর পর আটটি গোল দিয়ে সামুরাইয়ের দেশ জাপানকে পরাস্ত করে তারা।
রাউরকেল্লা: ঝাড়খণ্ডের (Jharkhand) রাউরকেল্লাতে (Rourkela) অবস্থিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে (Birsa Munda Stadium) আয়োজিত হকি বিশ্বকাপ ২০২৩ (Hockey World Cup 2023)-এর ক্লাসিফিকেশন ম্যাচে (classification match) জাপানকে (Japan) ৮-০ গোলে হারিয়ে জয়ী হল ভারত ( India)।
ম্যাচের প্রথমার্ধে দুপক্ষই কোনও গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। পর পর আটটি গোল দিয়ে সামুরাইয়ের দেশ জাপানকে পরাস্ত করে তারা।
জাপানের গোলকিপার তাকাসি ভালো খেলতে না পারায় বাকি খেলোয়াড়রা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও কিছু করতে পারেননি। আসলে ভারতীয় হকি টিমের পাওয়ার গেমের কাছে যেন কিছুই করার ছিল না জাপানের ডিফেন্সের। দুটি গোল করা ভারতীয় খেলোয়াড় অভিষেককে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়।