IPL Auction 2025 Live

Independence Day 2023: আর ব্রিটিশ বন্দুক নয়, দেশের তৈরি বন্দুকেই লাল কেল্লা থেকে গান স্যালুট, দেখুন ভিডিয়ো

আজ গান স্যালুটের অংশ হিসাবে ১০৫ এমএম লাইট ফিল্ড বন্দুক দিয়ে গুলিবর্ষণ হবে। প্রথমবারের মতো এই দেশীয় বন্দুকগুলি স্বাধীনতা দিবস উদযাপনে গান স্যালুটের জন্য ব্যবহার করা হচ্ছে৷

Independence Day 2023 Gun Salute (Photo Credits: ANI)

ভারতের ৭৭'তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনে মেতে উঠেছে দেশবাসী। দিল্লির লাল কেল্লা (Red Fort) থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবারের মত এবারেও লাল কেল্লা থেকে গান স্যালুটের (Gun Salute) আয়োজন করা হয়েছে। আজ গান স্যালুটের অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে ১০৫ এমএম লাইট ফিল্ড বন্দুক। প্রথমবারের মতো এই দেশীয় বন্দুকগুলি স্বাধীনতা দিবস উদযাপনে গান  স্যালুটের জন্য ব্যবহার করা হচ্ছে৷ ১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল। এই প্রথম স্বাধীনতা দিবসের গান স্যালুটে কোনও বিদেশি বন্দুক থাকছে না।

ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন। আর সেই আত্মনির্ভর ভারতের অংশ হিসাবে স্বাধীনতা দিবসে ব্রিটিশ বন্দুক দিয়ে গান স্যালুট নয়, বরং ভারতের তৈরি বন্দুক দিয়েই হল গান স্যালুট। ২৫ পাউন্ডের ব্রিটিশ বন্দুক দিয়ে গান স্যালুটের দিন শেষ।