Biryani Ad Row: প্রসিদ্ধ বিরিয়ানির বিজ্ঞাপনে সাধুর ছবি, কর্ণাটকে তুলকালাম

বিরিয়ানির চাল ও মাংসের গুণগান করছেন সাধু৷ এমন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কট্টরবাদী হিন্দু সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছে কর্ণাটকের (Karnataka) জনপ্রিয় রেস্তরাঁ নিয়াজ হোটেল৷

নিয়াজ হোটেলের টুইট (Photo Credits: Twitter)

বেলাগাভি, ১৩ আগস্ট: বিরিয়ানির চাল ও মাংসের গুণগান করছেন সাধু৷ এমন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কট্টরবাদী হিন্দু সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছে কর্ণাটকের (Karnataka) জনপ্রিয় রেস্তরাঁ নিয়াজ হোটেল৷ গোটা কর্ণাটক জুড়ে নিয়াজ হোটেলের বহু রেস্তরাঁ ও ফুড চেন রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সবরকম ক্ষয়ক্ষতি এড়াতে নিয়াজ হোটেলের প্রত্যেকটা আউটলেট বন্ধ রাখা হয়েছে৷ এমনকী হোটেল চত্বরে বসেছে কড়া নিরাপত্তা বেষ্টনি৷ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেলাগাভি থমথম করছে৷ জানা গেছে, সম্প্রতি নতুন বিজ্ঞাপন (Biryani Ad) প্রকাশ করেছে নিয়াজ হোটেল৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে একজন পট্টবস্ত্র পরিহিত সাধু তাঁর ভক্তদের বলছেন, ‘বলিদানে’র বদলে তাঁকে বিরিয়ানি দেওয়া হোক৷ পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে ‘নিয়াজের স্বাদ গ্রহণের পর গুরুজি৷’ আরও পড়ুন-Kanyashree Spelling Row: দিলীপ ঘোষের ‘কন্নাশ্রী’-র দোষ কাটাবে ‘বর্ণপরিচয়’, সমাধান পাঠালেন কংগ্রেস নেতা

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা হয়েছে, “আমাদের বিরিয়ানি সবার শিরোমণি৷” পোস্টটি ভাইরাল হতেই পথে নেমে পড়ছে হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল৷ তাদের অভিযোগ বিজ্ঞাপনদাতা নিয়াজ হোটেল সাধু ও হিন্দু ঐতিহ্যের অবমাননা করেছে৷ সংশ্লিষ্ট হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশকমিশনারের কাছে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় ভিএইচপি ও বজরং দলের নেতারা৷ নিয়াজ গ্রুপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদনও করেছেন তাঁরা৷ স্থানীয় বিজেপি নেতার তরফে পথে নামার আহ্বান পৌঁছেছে হিন্দুদের কাছে৷ অশান্তির আঁচ পেয়ে নিয়াজ গ্রুপের সমস্ত হোটেল বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন৷ তবে পরিস্থিতি বিবেচনা করে নিয়াজ হোটেল গ্রুপের তরফে সোশ্যাল মিডিয়া থেকে ওই বিতর্কিত পোস্টারটি সরিয়ে ফেলা হয়৷   এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষের তরফে ক্ষমাও চাওয়া হয়েছে৷