Lal Chowk Video: জম্মু-কাশ্মীরের লাল চকে ইতিহাস গড়ল, পাঠ করা হলো হনুমান চালিসা, দেখুন ভিডিও

জন্মভূমি রথযাত্রা শ্রীনগরের লাল চকে পৌঁছয় এবং সেখানে পূজা করা হয়। পাঠ করা হয় হনুমান চালিসাও।

Lal Chowk (Photo Credit: X)

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লাল চকে ইতিহাস গড়ল! জন্মভূমি রথযাত্রা শ্রীনগরের লাল চকে (Lal Chowk) পৌঁছয় এবং সেখানে প্রথমবারের মতো পূজা করা হয়। পাঠ করা হয় হনুমান চালিসাও (Hanuman Chalisa)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে লাল চকে আরতি করা হচ্ছে, হনুমান চালিসা পাঠ করতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

দেখুন ভিডিও

লাল চক একসময় সন্ত্রাসের আঁতুড় ঘর ছিল। হনুমান চালিসা পাঠ তো অনেক দূরের কথা, এখানে ভারতের পতাকা উত্তোলন করাও সম্ভব ছিল না।