Jammu and Kashmir: রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হোক কাশ্মীরকে, দাবি গুলাম নবি আজাদের
কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হোক রাজ্যের তকমা। রবিবার জম্মুর কাটুয়াতে একটি জনসভা করতে গিয়ে এই দাবিই করলেন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও ডেমোক্রেটিক আজাদ পার্টির চেয়ারপার্সন গুলাম নবি আজাদ।
কাটুয়া: জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) ফিরিয়ে দেওয়া হোক (restore) রাজ্যের (statehood) তকমা। রবিবার জম্মুর কাটুয়াতে (Kathua) একটি জনসভা করতে গিয়ে এই দাবিই করলেন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও ডেমোক্রেটিক আজাদ পার্টির (Democratic Azad Party) চেয়ারপার্সন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad )।
নিজের দলের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রথম হল কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হোক। দ্বিতীয় হল, এখানে জমি কেনার অধিকার একমাত্র জম্মু ও কাশ্মীরের মানুষের হাতেই ফিরিয়ে দেওয়া হোক। আর তৃতীয়ত হল, এই রাজ্যের যুবক-যুবতীদেরই একমাত্র এখানে চাকরি করার অধিকার দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে ততক্ষণ আমরা লড়াইয়ের ময়দান ছাড়ব না।
গত সোমবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ নিজের নতুন দলের নাম ঘোষণা করেন ডেমোক্রেটিক আজাদ পার্টি। কংগ্রেস থেকে পদত্যাগের একমাস পরে নতুন করে পথ চলার কথা শুরু করেন তিনি। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি বলেন, তাঁর দল ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও যে কোনও দলের প্রভাবমুক্ত হবে।