Jharkhand: ঠাণ্ডা থেকে স্বস্তি পেতে কাঠকয়লা জ্বালান, তা থেকেই মৃত্যু ৪ যুবকের

ঠাণ্ডা থেকে স্বস্তি পেতে ঘরে কাঠকয়লা জ্বালান, তা থেকেই শ্বাসরোধে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের চার যুবকের।

Representational Image (Photo Credits: PTI)

ঝাড়খণ্ড: প্রচণ্ড ঠাণ্ডা থেকে স্বস্তি পেতে ঘরে কাঠকয়লা জ্বালান, তা থেকেই শ্বাসরোধে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) সিরশি গ্রামের চার যুবকের। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছ, নিহতরা হলেন রাহুল কুমার, অখিলেশ কুমার, প্রিন্স কুমার, এবং আরমান আলি। তাঁরা সকলেই বিহারের বক্সার জেলার বাসিন্দা, সিরশির একটি ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স করছিলেন। বুধবার তাঁরা তাদের ভাড়া করা বাসস্থানে কাঠকয়লা জ্বালিয়েছিল গরম উপভোগ করছিলেন। তারপই এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: সকালের চা নিয়ে ঝগড়া, স্ত্রীর ধড় থেকে মাথা পৃথক করে দিল স্বামী

বৃহস্পতিবার অনেকক্ষণ পর্যন্ত যুবকদের সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ফেলেন। ঘরে ঢুকে যুবকদের পড়ে থাকতে দেখেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের খবর দিয়েছে।