Fire In Bantala: কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড বানতলায়, ছড়াল প্রবল আতঙ্ক
সোমবার দুপুর তিনটে নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটের কাছে অবস্থিত পাঁচ নম্বর জোনের একটি গুদামে আগুন লাগে। ওই গুদামে চামড়ার জিনিসপত্র ও রাসায়নিক ছিল বলে জানা গেছে।
কলকাতা: কালীপুজোর আনন্দে যখন মেতে উঠেছে গোটা রাজ্য। ঠিক তখনই চামড়ার গুদামে (leather godown) ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রবল আতঙ্ক ছড়াল বানতলা লেদার কমপ্লেক্স (Bantala Leather Complex) এলাকায়। এখনও পর্যন্ত ২০টি ইঞ্জিন (fire tenders) ঘটনাস্থলে গেলেও আগুন (Fire) নিয়ন্ত্রণে আনতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর তিনটে নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটের কাছে অবস্থিত পাঁচ নম্বর জোনের একটি গুদামে আগুন লাগে। ওই গুদামে চামড়ার জিনিসপত্র ও রাসায়নিক ছিল বলে জানা গেছে। খবর পেয়েই লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও দমকলকর্মীরা গিয়ে ওই গুদামে আটকে থাকা ১১ জনকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু, হাওয়ার বেগের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরায় এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশেপাশে আরও অনেক গুদাম থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
দমকল সূত্রে খবর, ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু, তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বুঝে আরও ১০টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দমকলের তরফে হাইড্রোলিক ল্যাডার ও হোসপাইপ ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা হলেও ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এদিকে আগুনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় প্রচুর পরিমাণ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে।