Cyber Fraud: সাইবার জালিয়াতিতে জাহাজের ক্যাপ্টেন হারালেন ১১ কোটি টাকা, ধৃত ১ জন
চলতি বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই প্রতারণা হয়েছে। ঘটনায় পুলিশ কাইফ ইব্রাহিম মনসুরি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নয়াদিল্লি: সাইবার জালিয়াতির (Cyber Fraud) ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্রতি স্টক মার্কেটে প্রচুর লাভের প্রলোভন দিয়ে, ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক জাহাজ ক্যাপ্টেনের (Ex-Ship Captain) থেকে ১১.১৬ কোটি টাকা প্রতারণা করেছে সাইবার অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই প্রতারণা হয়েছে। ঘটনায় পুলিশ কাইফ ইব্রাহিম মনসুরি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে, তার কাছ থেকে ৩৩টি ডেবিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার হয়েছে।
সূত্রে খবর, ভুক্তভোগী ক্যাপ্টেনের স্টক মার্কেটের প্রতি গভীর আগ্রহ ছিল, সাইবার অপরাধী যখন তাঁকে তাঁর বিনিয়োগে প্রচুর লাভের প্রলোভন দিয়েছিল তখন তিনি ফাঁদে পড়েন। পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন জানতে পেরে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, তদন্তে পুলিশ জানতে পারে যে প্রতারক টাকা হাতিয়ে নিতে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছিল। ভুক্তভোগী ২২টি লেনদেন করেছিলেন। দুটি অ্যাকাউন্টের লেনদেন দেখার পরে, পুলিশ জানতে পারে যে একজন মহিলা একটি অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে ৬ লক্ষ টাকা তুলে নিয়েছেন। জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন, কাইফ ইব্রাহিম মনসুরীর নির্দেশেই তিনি টাকা তুলেছেন। এরপর দক্ষিণ মুম্বই থেকে মনসুরিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।