IPL Auction 2025 Live

Manipur Earthquake: অশান্ত মণিপুরে প্রাকৃতিক দুর্যোগ! শুক্রবারের সকাল কেঁপে উঠল ভূমিকপম্পে

শুক্রবার সকালে মণিপুরের বিষ্ণুপুর জেলায় ৩.৬ মাত্রার ভূমিকম্প (Earthquake) হয়েছে।

Earthquake hits Manipur (Photo Credit: X)

নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর (Manipur)। ন্যাশনাল সিসমোলজি সেন্টার (National Seismology Center) জানিয়েছে, শুক্রবার সকালে মণিপুরের বিষ্ণুপুর জেলায় ৩.৬ মাত্রার ভূমিকম্প (Earthquake) হয়েছে। ভূমিকম্পের কারণে ওই এলাকায় কোনও হতাহতের খবর নেই। ভূমিকম্পটি প্রায় ৪.৪২ মিনিটে রেকর্ড করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মণিপুরের বিষ্ণুপুরে ১০ কিলোমিটার নীচে। ন্যাশনাল সিসমোলজি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই তথ্য দিয়েছে। দেখুন –

উল্লেখ্য, গত ৭ নভেম্বর মণিপুরে ফের অশান্তির সূত্রপাত হয়, সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় রয়েছে ১০ কুকি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে মণিপুরের জিরিবাম। কেন্দ্র এবং রাজ্য সরকার মণিপুরে শান্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে।