Delhi Woman Fires Bullets: আনাজের দোকান লক্ষ্য করে একের পর গুলি ছুঁড়ছে বোরখাওয়ালি, রাজধানীতে ভাইরাল ভিডিও
ঘটনাস্থল (Photo Credits: ANI)

দিল্লি, ২৪ নভেম্বর: উত্তর পূর্ব দিল্লির চৌহান বাঙ্গার এলাকায় এক দোকানের বাইরে গুলি চালানোকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। অভিযোগ গুলি চালিয়েছেন বছর ২৮-এর এক তরুণী (Delhi woman)। তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করছিলেন। এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর রাতে মোবাইল ফোনকে কেন্দ্র করে ওই দোকান মালিকের সঙ্গে মতান্তরে জড়ায় ধৃত তরুণী। গুলি চালানোর সময় সে মদ্যপ অবস্থায় ছিল। মূলত ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানিকে ভয় দেখাতে চেয়েই গুলি চালায় তরুণী। দোকানির নাম ফাহিম। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ফাহিমের দোকানকে লক্ষ্য করে চারটি গুলি চালানো হয়েছে। আরও পড়ুন-Deval Sahay Dies: প্রয়াত এম এস ধোনির মেন্টর দেবল সহায়, করোনা পরবর্তী অসুস্থতায় ভুগছিলেন তিনি

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বোরখা পরা এক মহিলার হাতে উদ্ত রিভলবার। সে ওই দোকান লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়ে চলেছে। একই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে যে সে হল গ্যাংস্টার নাসিরের বোন। এই ভাইরাল ভিডিওকে ঘিরে রাজধানী এখন সরগরম।