Delhi Water Crisis: তীব্র জলকষ্টে ভুগছে রাজধানী, 'কেজরিওয়াল মুর্দাবাদ' স্লোগান তুলে জল বোর্ডের অফিস ভাঙচুর

দিল্লির জলসঙ্কট পরিস্থিতি ক্রমেই যেন হাতের বাইরে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের। এরই মাঝে রবিবার রাজধানীর ছতরপুর এলাকায় জল বোর্ডের অফিস ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

Delhi Water Crisis (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৬ জুনঃ তীব্র দহন জালায় জ্বলছে দিল্লি (Delhi)। তাপপ্রবাহের (Heatwave) সঙ্গে দোসর হয়ে জুটেছে জলসঙ্কট। রাজধানী জুড়ে জলের ঘাটতি দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জল সরবরাহ করা হচ্ছে ঠিকই, কিন্তু প্রয়োজনের তুলনায় জলের ঘাটতি রয়েই যাচ্ছে। দিল্লির জলসঙ্কট পরিস্থিতি ক্রমেই যেন হাতের বাইরে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের। এরই মাঝে রবিবার রাজধানীর ছতরপুর এলাকায় জল বোর্ডের অফিস ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। 'কেজরিওয়াল মুর্দাবাদ' স্লোগান তুলে জল বোর্ডের অফিসে হামলা চালায় কয়েকজন। তবে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রাজধানীতে জলের অভাবের দায় দিল্লির আপ সরকার হরিয়ানার উপর চাপিয়েছে। আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি শাসিত হরিয়ানা পর্যাপ্ত জল দিল্লিকে সরবরাহ করছে না। তাই জলের ঘাটতি দেখা গিয়েছে সেখানে। রাজধানী জুড়ে জলের আকাল পরিস্থিতিতে পড়শি রাজ্যগুলোর কাছে হাত পাততে হয়েছিল আপ সরকারকে। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে হিমাচল প্রদেশ শীর্ষ আদালতের কাছে স্পষ্ট জানিয়ে দিল, দিল্লিকে জোগান দেওয়ার মত বাড়তি জল তাঁদের কাছে নেই। হিমাচলের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে আপার যমুনা রিভার বোর্ডের কাছে জলের আবেদনের জন্যে নির্দেশ দিয়েছে।

জল বোর্ড অফিসে ভাঙচুর... 

ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং আপ শরিক থালকেও দিল্লিতে জল কষ্টের জন্যে কেজরিওয়ালের সরকারকে দুষে কলসি ভেঙে প্রতিবাদ জানাতে দেখা দিয়েছে রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের। দিল্লির জল অভাব মেটাতে নাকাল অবস্থা আপ সরকারের।