David Warner: আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হলেন ডেভিড ওয়ার্নার

ঝকঝকে সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। (Photo Credits: Getty Images)

দুবাই, ১৩ ডিসেম্বর: আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Player Of The Month) পুরস্কার উঠল ডেভিড ওয়ার্নারের (David Warner) হাতে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যে রকম পারফর্ম্যান্স উপহার দেন অজি ওপেনার, তার স্বীকৃতি হিসেবেই ডেভিড ওয়ার্নারের হাতে উঠল নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার। ওয়ার্নারের সঙ্গে প্লেয়ার অফ দ্য মন্থ-এর লড়াইয়ে ছিলেন কিউয়ি পেসার টিম সাউদি ও পাক ওপেনার আবিদ আলি। টিম সাউদির পারফর্ম্যান্সকে এড়িয়ে যাওয়া অবশ্য সহজ ছিল না। কেননা নভেম্বর মাসে সাউদি রীতিমতো ঝুড়ি ঝুড়ি উইকেট দখল করেন। যদিও শেষমেশ টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারই বাজিমাত করেন।

আরও পড়ুন: Rohit Sharma: অনুশীলনে চোট, দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা

মেয়েদের বিভাগে নভেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। নভেম্বরে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৯ রান করেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি তারকা।

অন্যদিকে, গাব্বায় ইংল্যান্ড- কে ৯ উইকেটে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ১-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। যেভাবে গাব্বায় জিতল ক্যাঙারু ব্রিগেড তাতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখন থেকেই বলতে শুরু করেছেন এবারের অ্যাসেজ ৫-০ হলেও অবাক হওয়ার থাকবে না। আগামী বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে হবে এবারের অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন রাতের টেস্ট। অন্যদিকে, মালানকে আউট করে টেস্ট ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি দখল করেন অজি স্পিনার ন্যাথান লিঁয়। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০তম ক্লাবে ঢুকলেন লিঁয়। তবে গাব্বায় অস্ট্রেলিয়ার কাছে দুর্মুশ হওয়ার পর আরও খারাপ খবর এলো ইংল্যান্ডের জন্য। আইসিস’র কড়া শাস্তির মুখে পড়তে হলো জো রুটের (Joe Root) দলকে। স্লো ওভার রেটের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রুটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশই কেটে নিল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (World Test Championship) পাঁচ পয়েন্ট খোয়াল রুট অ্যান্ড কোং! ম্যাচ রেফারি ডেভিড বুন এই নিদান দিয়েছেন।



@endif