CWG 2022: বক্সিংয়ে জোড়া সোনা, ১৬ বছর পর কমনওয়েলথে মহিলাদের হকিতে পোডিয়ামে ভারত, পদক নিশ্চিত করে ফাইনালে পিভি সিন্ধু

রবিবার দুপুরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে তিনটে সুখবর। মহিলাদের বক্সিংয়ে সোনা এল।

রবিবার দুপুরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে চারটে সুখবর। বক্সিংয়ে পরপর দুটি সোনা এল। মহিলাদের হকিতে ব্রোঞ্জ জেতা হল। আর মহিলাদের ব্যাডমন্টিন সিঙ্গলসে অন্তত রুপো জয় নিশ্চিত হল। চলতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনার পদকটি জিতলেন নীতু ঘায়ানঘাস (Nitu Ghyanghas )। মহিলাদের বক্সিংয়ে ৪৮ কেজি বিভাগের ফাইনালে  ইংল্যান্ডের বক্সারকে উড়িয়ে সোনা জিতলেন নীতু। এরপর পুরুষদের ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন অমিত পাঙ্ঘাল।  চলতি কমনওয়েলথ গেমসে ভারতের এটি ১৫তম সোনা জয়। আরও দুজন ভারতীয় বক্সার সোনা জয়ের ম্যাচে আজ নামছেন।

দেখুন টুইট

ছবিতে অমিত পাঙ্ঘালের সোনা জয়

মহিলাদের হকিতে নিউ জিল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে পদক জিতল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে প্রথমবার পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা দলের। গতবার ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছিল। তবে এবার পদক এল। ম্যাচের ৫৯ পর্যন্ত ১-০ এগিয়ে থেকেও শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করেছিল ভারত। এরপর পেনাল্টি শ্যুট আউটে জিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা হকি দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটেই দুর্ভাগ্যজনকভাবে হেরেছিল ভারতীয় মহিলা হকি দল। ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে মহিলাদের হকিতে শেষবার পদক জিতেছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে ভারতীয় মহিলা দল জিতেছিল রুপো। এরপর গত তিনটি কমনওয়েলথ গেমসে পদক জেতা হয়নি ভারতীয় মহিলা হকি দলের।আরও পড়ুন-আজ রাতে মহিলাদের ক্রিকেটে সোনা জয়ের ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া, দেখুন  সরাসরি

দেখুন টুইট

আরও একবার কমনওয়েলথ গেমসে পদক জেতা নিশ্চিত করলেন পিভি সিন্ধু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু। রবিবার সেমিফাইনালে বিশ্বের ১৮ নম্বর সিঙ্গাপুরের ইয়াও জিয়া মিন-কে ২১-১৯, ২১-১৭-কে হারালেন সিন্ধু। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ, ২০১৮ গোল্ডকোস্ট গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু।

দেখুন টুইট

ফলে এবারই প্রথম কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয়ের হাতছানি ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী মহাতারকা শাটলারের সামনে। যদিও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু।