Congress Manifesto 2024: ক্ষমতায় এলে প্রতি বছরে ১ লক্ষ টাকার প্রতিশ্রুতি কংগ্রেসের, ইস্তাহারে বড় চমক

দেশে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দলের ইস্তাহারে মহালক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ক্ষমতায় এলে দরিদ্র পরিবার গুলোকে প্রতি বছর ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

Rahul Gandhi on Congress Manifesto (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৫ এপ্রিলঃ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গ্যারান্টি কার্ড এবং ইস্তাহার নিয়ে দেশের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে কংগ্রেস (Congress)। এর আগে কর্ণাটক এবং তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের পিছলে ছিল, দেশাবাসীর জন্যে বিভিন্ন রকম গ্যারান্টির প্রতিশ্রুতি। সেই গ্যারান্টি কার্ডের কৌশলকে ফের হাতিয়ার করতে চলেছে 'হাত' শিবির।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ১৪ দিনের মাথায় শুক্রবার ৫ এপ্রিল দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্ব সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল, পি চিদাম্বরমের উপস্থিতিতে দলের ইস্তাহার 'ন্যায়পত্র' প্রকাশ করল দল (Congress Manifesto)। দেশে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দলের ইস্তাহারে মহালক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ক্ষমতায় এলে দরিদ্র পরিবার গুলোকে প্রতি বছর ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশের ৩০ লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ, ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, মহিলাদের আর্থিক সহায়তা সহ আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে।

কংগ্রেস ইতিমধ্যেই পাঁচটি ন্যায়- যুব ন্যায়, নারী ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায় ও ভাগিদারি ন্যায়ের অধীনে ২৫টি গ্যারান্টি ঘোষণা করেছে। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশের সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উল্লেখ, 'এই ইস্তাহার দেশের আম জনতা বানিয়েছে, আমরা কেবল এটি লিখেছি। হাজার হাজার লোকের সঙ্গে কথা বলে তাঁদের দাবি এখানে তুলে ধরেছি'।