Delhi: ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য সরকারের আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ সিবিআইয়ের

দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডে দীর্ঘদিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার এক উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল কমপক্ষে ৩.৭৯ কোটি টাকা।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডে (Delhi Urban Shelter Improvement Board) দীর্ঘদিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার এক উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল কমপক্ষে ৩.৭৯ কোটি টাকা। জানা যাচ্ছে, অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ঘুষের দাবি ও সেই অনুযায়ী ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে ওই লিগাল অফিসারের বাড়ি, দুই বন্ধ দোকানে লাগাতার তল্লাশি চালানো হয়। আর তারপরেই বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের একাধিক অফিসারের বিরুদ্ধে এর আগেও খুস নেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকী সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের তালিকাতেও দুর্নীতিগ্রস্থ সংস্থাগুলির তালিকায় রয়েছে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড। এছাড়াও এই তালিকায় রয়েছে ভারতীয় রেল। এছাড়াও রয়েছে দিল্লি জল বোর্ড, দিল্লি টার্ন্সপোট কর্পোরেশন সহ একাধিক সংস্থার নাম।