IPL Auction 2025 Live

Birth Control Pills For Men: অনিচ্ছাকৃত গর্ভধারণ রুখতে এবার পুরুষদের জন্যে গর্ভ নিয়ন্ত্রক ওষুধ

এই বডি পুরুষদের জন্যে স্বল্পমেয়াদী গর্ভ নিয়ন্ত্রণের বিকল্প পথ তৈরি করতে চলেছে অদূর ভবিষ্যতে।

Birth Control Pill (Photo Credits: Unsplash)

একটি ডিম্বাণুকে নিষিক্ত করার আগে একটি শুক্রাণুকে (Sperm) দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।  কয়েক হাজার শুক্রাণু সেই যাত্রা শুরু করলেও গন্তব্য ডিম্বাণুতে পৌঁছায় কেবল একটিই। পুরুষের শুক্রাণু দ্বারা মহিলার ডিম্বাণু নিষিক্ত হলে তবেই একজন মহিলা গর্ভবতী হতে পারেন।

সঙ্গমের সময়ে কনডম (Condom) ব্যবহার করলে পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়। তাই সুরক্ষিত যৌনতার জন্যে চিকিৎসক থেকে গবেষক সকলেই কনডম ব্যবহার করতে বলেন। একটা সময়ে পর্যন্ত কনডম বা নিরোধ কেবল পুরুষদের ব্যবহারের জন্যেই ছিল। কিন্তু বিজ্ঞানের আঁচে ধোঁয়া দিয়ে আবিষ্কার হয়েছে মহিলাদের জন্যেও কনডম (Female Condom)।

অনেক মহিলা আবার অসংরক্ষিত যৌন সঙ্গমের পর গর্ভধারন আটকাতে গর্ভ নিয়ন্ত্রণ ওষুধ খেতে থাকেন। সেই গর্ভ নিরোধক বড়ি বা পিল এবার তৈরি হচ্ছে পুরুষদের জন্যেও (Birth Control Pill For Men)। সঙ্গমের পূর্বে এই পিল খেলে পুরুষের শুক্রাণু স্ত্রীয়ের ডিম্বাণু অবধি সাঁতার কেটে পৌছাতে ব্যর্থ হবে। অর্থাৎ শুক্রানুর গতি স্বাভাবিকের থেকে কয়েকগুণ কমিয়ে আনবে। এই ওষুধ পুরুষদের জন্যে স্বল্পমেয়াদী গর্ভ নিয়ন্ত্রণের বিকল্প পথ তৈরি করতে চলেছে অদূর ভবিষ্যতে।

ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2023) উপলক্ষ্যে বিজ্ঞানের বড় আবিষ্কার। যা সফল ভাবে পুরুষদের শুক্রাণুর গতি নিয়ন্ত্রণ করবে। ৫২ টি পুরুষ ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছিল এই পিল। ইঞ্জেকশনের মাধ্যমে পুরুষ ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়েছিল গর্ভ নিয়ন্ত্রণ ওষুধ। দেখা গিয়েছে সঙ্গমের পর মহিলা ইঁদুর গুলো গর্ভবতী হয়নি। পরীক্ষামূলক গবেষনায় আরও দেখা গিয়েছে, গর্ভ নিয়ন্ত্রণ ওষুধের প্রভাব পুরুষ ইঁদুরের শরীরে আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। ৩ ঘণ্টায় পর আবার তাঁদের শুক্রাণু স্বাভাবিক ভাবে কাজ করা শুরু করে দিয়েছে।