Bangladesh Durga Puja Violence: গোটা পৃথিবী জুড়ে মানবতা ধর্ম প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের ঘটনায় মন্তব্য তসলিমার

সম্প্রতি বাংলাদেশের দুর্গা পুজো প্যান্ডেলে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুর্গা মণ্ডপে হামলা চালিয়ে, মূর্তি ভেঙে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের। ওই ঘটনার পর গোটা পৃথিবী জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়।

Taslima Nasreen (Photo Credit: Taslima Nasreen/Instagram)

ঢাকা, ২২ অক্টোবর: 'আমার একটি স্বপ্ন আছে। পৃথিবীতে যখন মানবতা নামক একটি ধর্ম থাকবে, সেই স্বপ্ন দেখি আমি।' এমনই জানালেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফের ট্যুইট করে গর্জে উঠলেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা।

 

সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) দুর্গা পুজো প্যান্ডেলে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুর্গা মণ্ডপে হামলা চালিয়ে, মূর্তি ভেঙে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের। ওই ঘটনার পর গোটা পৃথিবী জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। সংখ্যালঘুদের উপর কেন হামলা চালানো হচ্ছে, তা নিয়ে ফুঁসে ওঠেন তসলিমা নাসরিন।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ানকে নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শাহরুখ, গৌরীর, প্রকাশ্যে খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের (Sheikh Hasina) সামনে কীভাবে ওই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে দোষীদের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করেন, সে বিষয়ে বুদ্ধিজীবীদের পাশাপাশি সুর চড়াতে শুরু করেন তসলিমা নাসরিনও।