Holy Quran: কুর্নিশ! হাতে করে ৯০০ পাতার পবিত্র কোরান লিখল কাশ্মীরের স্কুলছাত্রী
হাতে করে ৯০০ পাতার পবিত্র কোরান লিখে সর্বশক্তিমান আল্লার প্রতি সমর্পণ ও ভক্তির নয়া নজির গড়ল জম্মু ও কাশ্মীরের এক স্কুলছাত্রী।
বান্দিপোরা: হাতে করে ৯০০ পাতার (900 pages) পবিত্র কোরান (Holy Quran) লিখে (writes) সর্বশক্তিমান আল্লার প্রতি সমর্পণ (dedication) ও ভক্তির (devotion) নয়া নজির গড়ল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এক স্কুলছাত্রী (school girl)। ৬ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে অন্যদের সামনে একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করল বান্দিপোরার (Bandipora) একটি হাইস্কুলের ছাত্রী (high school student) আরবিন তাহির (Arbin Tahir)।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, বান্দিপোরার গিয়ারিয়ান জামাতের (Giariyan Jamaat) ১১ ক্লাসের (11th standard) ছাত্রী আরবিন তাহির ছোটবেলা থেকেই নিজের হাতে (hand) পবিত্র কোরান লেখার স্বপ্ন দেখত। এর জন্য ক্যালিগ্রাফিও শিখতে শুরু করে সে। এই কাজে প্রচুর সাহায্য করেছে তার পরিবারের সদস্য (family members) ও আত্মীয়-পরিজনরা (relatives)। যার জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদও জানিয়েছে আরবিন। আরও পড়ুন: Gujarat AAP: ভোটে জেতার ৭২ ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ গুজরাটের আপ বিধায়কের
এপ্রসঙ্গে আরবিন বলে, "আমার স্বপ্ন (dream) ছিল নিজের হাতে পবিত্র কোরান (Holy Quran) লেখার। মনের সেই আবেগ (passion) থেকেই সম্পূর্ণ কোরান লেখার আগে আমি ক্যালিগ্রাফি (calligraphy) শিখতে শুরু করি। কিছু পাতা লেখার চেষ্টা করতেই আমি বুঝতে পারি আমার হাতের লেখার (handwriting) উন্নতি (improved) হচ্ছে। তারপরই আমি সম্পূর্ণ কোরান লিখতে শুরু করি। আর শেষ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ করতে পারার জন্য আমি আল্লাকে ধন্যবাদ জানাই।"
আরবিনের এই কর্মকাণ্ডের কথা প্রকাশ্যে আসার পরেই প্রশংসার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় (social media)। একজন নেটিজেন লিখেছেন, "এতে কোনও সন্দেহ নেই যে খুব সুন্দর (beautiful) ও অসাধারণ এই কাজে সফল হওয়ার জন্য কোটি কোটি অভিনন্দন (congratulations) প্রাপ্য তোমার।"
অন্য একজন টুইট করেছেন, "কাশ্মীরের কন্যার (daughter of Kashmir) এই সাফল্যকে (achievement) কুর্নিশ (salute) জানাই। আশাকরি আল্লা (Allah) এই অসাধারণ কাজটিকে গ্রহণ (accept) করবেন ও শয়তানের নজর (evil eye) থেকে আমাদের রক্ষা (protect) করবেন।"