Monterey Park Mass Shooting: চাইনিজ নববর্ষ পালনের সময়ে বন্দুকবাজের হামলায় লস এঞ্জেলেসে মৃত কমপক্ষে ১২, ভয়াবহ ভিডিয়ো

চাইনিজ নববর্ষ উপলক্ষে রবিবার মনটারি পার্ক এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে হঠাৎ এই হামলার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন জখম হয়েছেন।

Photo Credits: Twitter

লস এঞ্জেলেস: রবিবার চাইনিজ নববর্ষ উৎসব (Chinese Lunar New Year Festivities) পালনের জন্য প্রচুর লোক জড়ো হয়েছিলেন লস এঞ্জেলেসের (Los Angeles) পূর্বদিকে অবস্থিত মনটারি পার্ক (Monterey Park)। আচমকা সেখানে বন্দুকবাজের (Shooter) হামলা কমপক্ষে ১২ জনের মৃত্যু (death) হয়েছে বলে জানা গেছে, জখম হয়েছেন ৯ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এপ্রসঙ্গে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, চাইনিজ নববর্ষ উপলক্ষে রবিবার মনটারি পার্ক এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে হঠাৎ এই হামলার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন জখম হয়েছেন।

তবে এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে ঠিক কতজন হতাহত হয়েছে এবং কজন বন্দুকবাজ ঘটনাস্থলের রয়েছে তা জানা যায়নি। আরও পড়ুন: Watch: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন নরেন্দ্র মোদী, বললেন যুক্তরাজ্যের সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া (দেখুন ভিডিও)



@endif