Ashneer Grover: লুকআউট নোটিসের পর এবার জিজ্ঞাসাবাদের জন্যে তলব, আইনি জাঁতাকলে ভারত পে-র প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা আশনির গ্রোভার
৮১ কোটি টাকা জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আশনির এবং স্ত্রী মাধুরীকে। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর অর্থনৈতিক অপরাধ শাখার মন্দির মার্গ অফিসে দম্পতিকে উপস্থিত হতে বলা হয়েছে।
নয়া দিল্লি, ১৮ নভেম্বরঃ অনলাইন পেমেন্ট অ্যাপ ভারত পে-র (BharatPe) প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা তথা জনপ্রিয় টিভি রিয়ালিটি শো 'শার্ক ট্যাঙ্ক' এর অনত্যম শার্ক আশনির গ্রোভার এবং তাঁর স্ত্রী মাধুরী জৈনকে (Ashneer Grover and Wife Madhuri Jain) আর্থিক প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (Economic Offences Wing)। জানা গিয়েছে, ৮১ কোটি টাকা জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আশনির (Ashneer Grover) এবং মাধুরীকে। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) মন্দির মার্গ অফিসে দম্পতিকে উপস্থিত হতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার স্ত্রী মাধুরীর সঙ্গে নিউ ইয়র্ক যাওয়ার সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো হয় আশনিরকে (Ashneer Grover)। তিনি জানতে পারেন, দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে। EOW কর্মকর্তারা আশনির এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যে সমন পাঠানোর খবর নিশ্চিত করেছে। এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, কেবল আশনির গ্রোভার কিংবা তাঁর স্ত্রী মাধুরী নন, তাদের পরিবারের সদস্য দীপক গুপ্ত, সুরেশ জৈন এবং শ্বেতাঙ্ক জৈনের বিরুদ্ধেও ৮১ কোটি টাকার প্রতারণার অভিযোগে গত মে মাসে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা আশনিরের বিরুদ্ধে ভারত পে অভিযোগ করেছে, গ্রোভার এবং তার পরিবার ভুয়া মানব সম্পদ পরামর্শদাতাদের অবৈধ অর্থ প্রদানের মাধ্যমে সংস্থার প্রায় ৮১ কোটি ৩১ লক্ষ টাকার ক্ষতি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) আদালতে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। অভিযোগে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের ১০ বছরের কারাবাসের সাজা হতে পারে।