Halloween Parade Video: ভূত সেজে পার্টিমাত, হ্যালোইনে মাতোয়ারা দুনিয়া
ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে মানুষরা হ্যালোইনের উতসব মেতেছে। 'হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখমুখি হওয়া'। যাই ঘটুক, মৃত্যু রে লহ সহজে।
ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে মানুষরা হ্যালোইনের উতসব মেতেছে। 'হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখমুখি হওয়া'। যাই ঘটুক, মৃত্যু রে লহ সহজে। কিছুটা এমন মন্ত্রই সবাই মিলে একসঙ্গে পার্টি করে উদযাপন করেন মার্কিনী, ইউরোপিয়ান। হ্যালোইনের পার্টিতে কে কতটা ভয় ধরানো অথচ মজাদার পোশাক পরে যেতে পারেন সেটা নিয়ে চলে অলিখিত প্রতিযোগিতা। আম জনতার সঙ্গে মিশে গিয়ে সেলেবরাও হ্যালোইনে মাতেন। পার্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় চলে প্যারেড, কার্নিভালও।
আয়ারল্যান্ডের গালওয়েতে হ্যালোইন প্যারেড মুগ্ধ করল সবাইকে। আয়ারল্যান্ডকেই হ্য়ালোইনের জন্মদাতা দেশ হিসেবে মনে করা হয়।
দেখুন হ্যালইনের এক কার্নিভালের ভিডিয়ো