Budget 2024:যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা দিতে ৪০০০০টি সাধারণ রেলের কোচ বন্দে ভারত গুণমানসম্মত করা হবে
অন্তর্বর্তী বাজেটে পেশের সময় ৪০০০০টি সাধারণ রেলের কোচ বন্দে ভারত গুণমানসম্মত করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নয়াদিল্লি: চল্লিশ হাজার সাধারণ রেল কোচ বন্দে ভারত গুণমানসম্মত (Vande Bharat Standards) করা হবে। রেলের উন্নয়নের উপর জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) আজ অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫ (Interim Budget 2024-25) পেশ করার সময় বলেন, যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং সুবিধার জন্য ৪০০০০টি সাধারণ রেল কোচকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে রূপান্তর করা হবে।
বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আরও বলেন, তিনটি প্রধান অর্থনৈতিক রেল করিডোর কর্মসূচি, জ্বালানি, খনিজ (Energy, Mineral), সিমেন্ট করিডোর, বন্দর সংযোগ করিডোর (Cement Corridors, Port Connectivity Corridors) এবং উচ্চ ট্রাফিক ঘনত্ব করিডোর (High Traffic Density Corridors) বাস্তবায়ন করা হবে। এই তিনটি অর্থনৈতিক করিডোর প্রোগ্রাম আমাদের জিডিপি বৃদ্ধি করবে।
দেখুন