Bihar Tragedy: বিহারের বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু, গ্রেফতার ৩ জন, সাসপেন্ড পুলিশ অফিসার
বিষাক্ত মদ পান করে ২০ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭ জন।
নয়াদিল্লি: বিহারের সিওয়ানের (Siwan) বিষাক্ত মদ (Spurious Liquor) পান করে ২০ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭ জন। ছাপরার (Chapra) পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৮ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
নিহতদের একজনের এক আত্মীয় জানান, ১৫ অক্টোবর মদ্যপানের পর তাঁর আত্মীয়ের স্বাস্থ্যের অবনতি হয়। স্বাস্থ্যের অবনতি হতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
বিরোধী আরজেডি এদিকে নীতীশ কুমার সরকারকে নিশানা করে প্রশ্ন তুলেছে যে রাজ্যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে নকল মদ পাওয়া যায়। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, ‘বিষাক্ত মদ পান করে মানুষ প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয় যে বিহারে নিষিদ্ধ আইন কার্যকর হওয়া সত্ত্বেও বিষাক্ত মদ বিক্রি হচ্ছে। প্রতিবার হোলির দিন এবং দীপাবলিতে দেখা যাচ্ছে যে বিষাক্ত মদের কারণে মৃত্যু হচ্ছে।