Afghaistan Blast: প্রার্থনা চলাকালীন উত্তর আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৬

একটি মসজিদে প্রার্থনা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ফলে উত্তর আফগানিস্তানে মৃত্যু হল কমপক্ষে ১৬ জনের। জখম হলেন আরও ২৭ জন।

প্রতীকী ছবি (Photo Credit: ANI/Twitter)

কাবুল: একটি মসজিদে প্রার্থনা (prayer) চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের (blast) ফলে উত্তর আফগানিস্তানে (north Afghaistan) মৃত্যু হল কমপক্ষে ১৬ জনের। জখম হলেন আরও ২৭ জন। বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের সামানগান ((Samangan) এলাকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর আফগানিস্তানের সামানগানের (Samangan) আইবাক শহরের (Aybak city) জাদিয়া সেমিনারিতে (Jahdia seminary) দুপুরের প্রার্থনা চলছিল। সেসময় আচমকা সেখানে প্রবল বিস্ফোরণ (blast) ঘটে। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর জখম হয়েছে ২৭ জন। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি।