
রোমান ক্যাথলিক চার্চের নয়া প্রধান হিসেবে অভিষেক হচ্ছে পোপ লিও চতুর্দশের (Pope Leo XIV)। রবিবার ভ্যাটিকেন সিটিতে নয়া পোপের অভিষেকের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন লক্ষাধিক ভক্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, ইজরায়েলের প্রধানমন্ত্রী আইসাক হেরজোগ, ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-দের মত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নয়া পোপের অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছে। এই অনুষ্ঠানেই পোপ লিও চতুর্দশকে ফিশারম্যান রিং থেকে উলেন ব্যান্ড রীতি মেনে সব প্রদান করা হবে। আজ, রবিবার থেকেই লিও চতুর্দশ পোপ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।
পোপ হওয়ার আগে তাঁর নাম ছিল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ( Robert Francis Prevost)। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনিই প্রথম পোপ হয়েছে। গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর রোমান ক্যাথলিক চার্চের প্রধান কে হবেন তা নিয়ে রীতি মেনে ভোটাভুটি হয়। সেই ভোটে জিতে পোপ হন লিও চতুর্দশ।
পোপের অভিষেক
Pope Leo XIV gets emotional as he receives the Fisherman's Ring, a special gold ring bearing the image of St. Peter and the Pope's name and seal. Cardinal Tagle put the ring on him. #popeleoxiv #inaugurationMass #vatican #catholicchurch pic.twitter.com/dub6auBzmS
— EWTN News (@EWTNews) May 18, 2025
দেখুন পোপের অভিষেক
Cardinal Luis Antonio Tagle bestows the Fisherman’s Ring to Pope Leo XIV during the inauguration of his Petrine Ministry.
The fisherman's ring bears an image of Saint Peter with the keys and the net. pic.twitter.com/uVb2ylqvSj
— ABS-CBN News (@ABSCBNNews) May 18, 2025
ডোনাল্ড ট্রাম্প প্রশসানের সঙ্গে লিও চতুর্দশের সম্পর্ক কেমন হয় তা দেখার। অভিবীসী নীতির বিরোধিতা করা পোপ ফ্রান্সিসের সঙ্গে ট্রাম্প প্রশসানের সম্পর্ক একেবারে খারাপ হয়ে গিয়েছে।