New Criminal Laws: বিরোধীদের বিরোধিতা উড়িয়ে ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু নয়া তিন আইন, জানুন বিস্তারিত

বিরোধীদের দাবি, নয়া দিন আইনে পুলিশ তথা শাসনযন্ত্রের হাতে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যা নিয়ে অপব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিরোধী শিবির।

প্রতীকী ছবি

নয়া দিল্লি, ১ জুলাইঃ ব্রিটিশ জামানায় ভারতের জন্যে তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) সহ তিনটি আইনকে অতীত করে দেশে লাগু হল নয়া তিন আইন। রবিবার মধ্যরাত অর্থাৎ ১ জুলাই থেকে দেশ জুড়ে ভারতীয় দণ্ডবিধির (IPC) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS), ক্রিমিনাল প্রসিডিউর কোড (CrPC) এর পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য আইন (IEC) এর পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA) কার্যকর হয়েছে। এই বিকল্প তিন আইন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) যুক্তি, সাজার পরিবর্তে এই তিন আইনের হাত ধরে ন্যায়ের ধারণা প্রতিষ্ঠিত হবে দেশবাসীর মধ্যে। ভারতীয় শাসন ব্যবস্থা থেকে মুছে যাবে ব্রিটিশ প্রভাব। অন্যদিকে শুরু থেকেই নয়া তিন আইন নিয়ে বিরোধীরা উলটো সুর চড়িয়েছে।

বিরোধীদের দাবি, নয়া দিন আইনে পুলিশ তথা শাসনযন্ত্রের হাতে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যা নিয়ে অপব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিরোধী শিবির। গত বছর অগাস্ট মাসে বাদল অধিবেশনের শেষ দিনে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা', ক্রিমিনাল প্রসিডিউর কোড এর পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং ভারতীয় সাক্ষ্য আইন এর পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম- এই তিনিটি বিল সংসদে পেশ করে মোদী সরকার। এরপর শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি সত্ত্বেও একক সিদ্ধান্তের জেরে সংসদে পাশ হয় এই নয়া তিন আইন।

লাগু হল নয়া তিন আইন... 

বিরোধীদের আপত্তি হাওয়ায় উড়িয়ে পূর্বঘোষণা মাফিকই ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছেন নয়া তিন আইন - ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।