NEET Re-Exam: আজ ফের নিট পরীক্ষা, প্রথম দশ টপার সহ সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসছেন ১৫৬৩ জন পরীক্ষার্থী

প্রথম নিট পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় ৬৭ জন পরীক্ষার্থী একই সঙ্গে শীর্ষস্থান পেয়েছেন। এরপরই শুরু হয় তদন্ত। তোলপাড় হয় গোটা দেশ। প্রশ্নের মুখে পড়তে হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে।

Photo Credits: Pixabay

নয়াদিল্লিঃ আজ ফের সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় (NEET Re-Exam) বসছেন ১৫৬৩ জন পরীক্ষার্থী। এই তালিকায় রয়েছেন প্রথম দশে থাকা টপাররাও (Toper)। দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫.২০ পর্যন্ত। দেশের মোট ৭ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলপ্রকাশ (Result)৩০ জুন। উল্লেখ্য, প্রথম নিট পরীক্ষায় যাঁরা গ্রেস মার্কস পেয়েছেন তাঁরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই মামলায় পুনরায় পরীক্ষার নির্দেশ দেয়। সেই মতোই আজ, রবিবার পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্ন ফাঁস বা অন্যান্য ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকরা। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। নিট-ইউজি সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্ত করবে সিবিআই। শনিবার বিবৃতি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, প্রথম নিট পরীক্ষার  আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় ৬৭ জন পরীক্ষার্থী একই সঙ্গে শীর্ষস্থান পেয়েছেন। এরপরই শুরু হয় তদন্ত। তোলপাড় হয় গোটা দেশ। প্রশ্নের মুখে পড়তে হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে।