Bihar Elections Result 2025: তেজস্বী-রাহুলদের ভরাডুবি, বিহারে আবারও ক্ষমতায় এনডিএ, মোদীর নজরে বাংলা

ভোটচুরি থেকে বেকারত্ব, একাধিক ইস্যুতে এনডিএ-কে আক্রমণ শানিয়েছিলেন তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা। ভোটের আগে থেকেই বিহারজুড়ে ভোট অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, পাশে ছিলেন তেজস্বী যাদব, বাম নেতৃত্ব সহ মহাজোটের শরিকদলগুলি।

Narendra Modi, Rahul Gandhi, Nitish Kumar and Tejashwi Yadav. (Photo Credits:X)

ভোটচুরি থেকে বেকারত্ব, একাধিক ইস্যুতে এনডিএ-কে আক্রমণ শানিয়েছিলেন তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা। ভোটের আগে থেকেই বিহারজুড়ে ভোট অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, পাশে ছিলেন তেজস্বী যাদব, বাম নেতৃত্ব সহ মহাজোটের শরিকদলগুলি। এমনকী ৯ নভেম্বর প্রথম দফার নির্বাচনের (Bihar Elections 2025) কয়েকঘন্টা আগেও হরিয়ানায় ভোট কারচুপি নিয়েও বোমা ফাটিয়েছিলেন রাহুল। কিন্তু ক্রমাগত অভিযোগের আঙুল তুলেও বিহার নির্বাচনে বিশেষ গতি করতে পারল না বিরোধী জোট। বরং গত নির্বাচনের থেকে আরও শোচনীয় অবস্থা তাঁদের। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০২টি আসনে জয় এনডিএ-এর। মহাজোট নেমে এসেছে ৩৫-এ। এবং অনান্যরা ৬-এ।

মহাজোটকে কোন মন্ত্রবলে কুপোকাত করল এনডিএ?

এবারের নির্বাচনের মহিলা ভোট, যুব সমাজের ভোট, এসআইআর,  একাধিক ফ্যাক্টর কাজ করল বিহারে। তবে রাহুলদের মূল ফোকাস ছিল ভোটচুরি। যা নিয়ে ভূড়ি ভূড়ি অভিযোগ তুললেও তার সাপেক্ষে কোনও প্রমাণ আদতে দিতে পারেনি তেজস্বী-রাহুলরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নির্বাচনে যুবসমাজ ও মহিলা ভোটব্যাঙ্ককে লক্ষ্য রেখে একের পর এক ঘোষণা করেছিলেন। আর সেই ফ্যাক্টরেই এনডিএ শিবির বাজিমাত করল বিহার নির্বাচনে। আর এই নির্বাচনে জয়ের ফলে হিন্দিবলয়ে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠল।

দলভিত্তিক আসন সংখ্যায় বিজেপির পেছনেই জেডিইউ

দলভিত্তিক আসনের নিরিখেও বিজেপি এগিয়ে রয়েছে বিহারে। ২০২০-এর নির্বাচনে যেখানে বিজেপি ৭৪টি আসন জিতেছিল। সেখানে এবার তাঁদের আসনসংখ্যা বেড়ে হয়েছে ৮৯। অন্যদিকে জেডিইউ-র আসন সংখ্যা কার্যত দ্বিগুন। গতবারে ৪৩, এবারে সেটা বেড়ে হয়েছে ৮৫। এলজেপি(রামবিলাস)-এর ঝুলিতে এবার ১৮টি আসন। অন্যদিকে, আরজেডি ৭৫ থেকে সোজা নেমে এসেছে ২৫-এ। কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। ১৯ থেকে নেমেছে ৬-তে। এমনকী ভোট অধিকার যাত্রায় রাহুল যে বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরেছে, সেই প্রতিটি আসনেই হার হয়েছে কংগ্রেসের।

কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

বিহার জয়ের পর এবার বঙ্গের দিকে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার দিল্লির বিজেপি দফতর থেকে হুঙ্কার দিলেন তিনি। মোদী জানালেন, “গঙ্গা বিহার থেকেই বয়ে যাচ্ছে বাংলায়। বিহারের জয় বাংলায় বিজেপির জয়ের পথ আরও সুগম করেছে। আমি বাংলার ভাইবোনদেরও অভিনন্দন জানাই। এখন, আপনাদের সাথে মিলে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে”।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement