NCPCR: অনুনমোদিত হোম থেকে ২৬ জন নাবালিকা নিখোঁজের অভিযোগ, মধ্যপ্রদেশের মুখ্য সচিবকে চিঠি প্রিয়াঙ্কা কানুনগোর

মধ্যপ্রদেশের ভোপালের একটি অনুমোদিত হোম থেকে ২৬ জন নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। বিষয়টি জানতে পারার পরেই এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে জাতীয় শিশু অধিকার কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো চিঠি লিখলেন মধ্যপ্রদেশের মুখ্য সচিবকে।

Photo Credits: FB

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) একটি অনুমোদিত হোম থেকে গুজরাটের ২৬ জন নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। বিষয়টি জানতে পারার পরেই এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে জাতীয় শিশু অধিকার কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো (National Commission for the Protection of Child Rights chief Priyank Kanoongo) চিঠি লিখলেন মধ্যপ্রদেশের মুখ্য সচিবকে (Madhya Pradesh Chief Secretary)। আরও পড়ুন:

ইতিমধ্যেই এই বিষয়ে ভোপালের পারওয়ালিয়া সাদক থানায় (Parwaliya Sadak Police Station) জুভেনাইল জাস্টিস (শিশু যত্ন ও সুরক্ষা) আইন, ২০১৫ (Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015)-এর অধীনে একটি এফআইআর করা হয়েছে। তাতে অভিযুক্ত করা হয়েছে ওই নাবালিকা হোমের (children's home) ম্যানেজার অনিল ম্যাথুউ-কে। অভিযোগপত্র থেকে জানা গেছে ওই হোমে ৬ থেকে ১৮ বছরের মধ্যে ৬৮ জন নাবালিকা থাকার কথা নথিভুক্ত রয়েছে। কিন্তু, সেখান থেকে ২৬ জন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এফআইআর-এ আরও উল্লেখ করা হয়েছে যে ওই হোমটি জুভেনাইল জাস্টিস (শিশু যত্ন ও সুরক্ষা) আইন, ২০১৫ মেনে চলছিন না এবং সরকার দ্বারা অনুমোদিতও ছিল না। আরও পড়ুন:



@endif