MSP on Wheat Hiked: কৃষি বিল প্রতিবাদের মাঝেই বাড়ল গমের এমএসপি, প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা

সংসদে কৃষি বিল নিয়ে প্রতিবাদ অব্যাহত। এরই মধ্যে গমের নূন্যতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর গম চাষীদের চাষ আরও বাড়ানোর জন্য উৎসাহ দিয়ে সর্বনিম্ন সমর্থন মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্যাবিনেট বৈঠকের পর এই দাম নির্ধারণ করা হয়।

গম (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: সংসদে কৃষি বিল (Farm Bill) নিয়ে প্রতিবাদ অব্যাহত। এরই মধ্যে গমের নূন্যতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি (MSP) প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর গম চাষীদের চাষ আরও বাড়ানোর জন্য উৎসাহ দিয়ে সর্বনিম্ন সমর্থন মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্যাবিনেট বৈঠকের পর এই দাম নির্ধারণ করা হয়।

এদিকে কেন্দ্র সরকারের কৃষি সংস্কার বিল নিয়ে দেশজুড়ে কৃষকরা বিক্ষোভ চালাচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা-সহ আরও কিছু রাজ্যে বিক্ষোভ চালাচ্ছে হাজার হাজার কৃষকরা। এদিকে রবিবার সংসদেও জোড়া কৃষি বিলের বিরোধিতা করে বিরোধী দলের বিধায়করা। এডিএমকে, জেডিইউ ও ওয়াইএসআর কংগ্রেস ছাড়া কৃষি সংস্কারের জোড়া বিলে আর কেউই বিজেপির সমর্থনে ছিল না। ভোটাভুটি হলে বিজেপি সরকারের হেরে যাওয়ার ঝুঁকি ছিল, এই আশঙ্কাই তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। তাই ধ্বনিভোটের মাধ্যমেই পাস হয়ে যায় জোড়া কৃষি বিল। বিল পাসের আগে বিরোধীদের ধুন্ধুমার হয় রাজ্যসভায়।

আরও পড়ুন, কৃষিবিল নিয়ে রাজ্যসভায় ধুন্ধুমারকে কেন্দ্র করে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন সহ ৮ বিরোধী সাংসদ সাসপেন্ড

কী এই এমএসপি বা নূন্যতম সমর্থন মূল্য?



@endif