Moral Policing In Gujarat Video: 'লভ জিহাদের' প্রতিবাদের নামে নীতি পুলিশি বজরং দলের

বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা আহমেদাবাদের একাধিক গরবা সেন্টারে হাজির হয়ে সেখানে মহিলাদের মাঝে প্রচার শুরু করেন। মোবাইল বা অন্য কোনও মাধ্যমে যদি ভিন্ন সম্প্রদায়ের পুরুষদের সঙ্গে কথা হয়, তাহলে সতর্ক থাকতে হবে। হিন্দু মহিলারা যাতে কোনওভাবে অন্য ধর্মের পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ান, সে বিষয়ে শুরু হয়েছে প্রচার।

Love Jihad Proetst (Photo Credit: Twitter)

আহমেদাবাদ, ২৮ সেপ্টেম্বর: নবরাত্রি শুরু হতেই এবার নীতি পুলিশি শুরু করল বজরং দল। গুজরাটের (Gujrat)  আহমেদাবাদের একাধিক গরবা সেন্টারে হাজির হয়ে সচেতনতার নাম করে নীতি পুলিশি শুরু করলেন বজরং দলের কর্মীরা। গুজরাটের ওই মেয়ে যাতে লভ জিহাদের (Love Jihad) মাধ্যমে কোনও সম্পর্কে না জড়ান, সে বিষয়ে প্রচার শুরু করা হয়েছে বজরং দলের তরফে।

বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা আহমেদাবাদের একাধিক গরবা সেন্টারে হাজির হয়ে সেখানে মহিলাদের মাঝে প্রচার শুরু করেন। মোবাইল বা অন্য কোনও মাধ্যমে যদি ভিন্ন সম্প্রদায়ের পুরুষদের সঙ্গে কথা হয়, তাহলে সতর্ক থাকতে হবে। হিন্দু মহিলারা যাতে কোনওভাবে অন্য ধর্মের পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ান, সে বিষয়ে শুরু হয়েছে প্রচার।

 

এসবের পাশাপাশি কোনও গরবা সেন্টারে যাতে মুসলিম পুরুষরা হাজির হতে না পারেন, সে বিষয়েও সতর্কতা জারি করা হয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের (VHP) তরফে।