Uttar Pradesh Honour Killing: উত্তরপ্রদেশে অনার কিলিং! কিশোরীকে খুন করে নদীতে ফেলল বাবা ও ঠাকুর্দা

উত্তরপ্রদেশে ফের অনার কিলিংয়ের ঘটনা ঘটল। পরিবারের কথা অমান্য করে একটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিল ১৬ বছরের এক কিশোরী। এর জেরে তাকে ছুরি দিয়ে খুন করে নদীতে মৃতদেহ ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল বাবা ও ঠাকুর্দা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সিদ্ধার্থনগর: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের অনার কিলিংয়ের (Honour Killing) ঘটনা ঘটল। পরিবারের কথা অমান্য করে একটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিল ১৬ বছরের এক কিশোরী। এর জেরে তাকে ছুরি (knife) দিয়ে খুন (Kill) করে নদীতে (river) মৃতদেহ (dead body) ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার (arrest) হল বাবা (father) ও ঠাকুর্দা (grandfather)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগরের একটি গ্রামে।

এপ্রসঙ্গে রবিবার পুলিশ জানায়, ১৬ বছরের এক কিশোরীকে খুনের পর তার মৃতদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওই কিশোরীকে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে তার বাবা রাধেশ্যাম কেওয়াত, ঠাকুর্দা সীতারাম ও লাহিডি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এপ্রসঙ্গে সিদ্ধার্থনগরের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওই কিশোরীর মৃতদেহ শনিবার রাপ্তি নদী থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি গ্রামেরই একটি ছেলের সঙ্গে প্রেম করত (Love Affair)। কিন্তু, মেয়েটির পরিবার এই সম্পর্কের ঘোর বিরোধী ছিল। এর জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই কিশোরীর পরিবারের সবাই এক আত্মীয়ের বাড়িতে গেছিলেন। সেখান থেকে ফেরার পর সবাই মিলে কিশোরীটিকে তাঁদের অপছন্দের ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেন। কিন্তু, কোনও মতেই মেয়েটি সেই কথা শুনতে চাইছিল না। এই নিয়ে কথা কাটাকাটির মাঝে তার বাবা একটি ছুরি দিয়ে মেয়েটিকে খুন করে। পরে তার মৃতদেহটি নদীতে ফেলে দেয়। আরও পড়ুন: Cheetah Uday Died: আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনোয় আসা আরও এক চিতার মৃত্যু, সাশার পর এবার মৃত্যু উদয়ের



@endif