Gujarat Men Use Drones To Deliver Pan Masala: করোনার বাজারে ড্রোনে চড়ে খদ্দেরের বাড়ি যাচ্ছে পানমশলা, ভিডিও ভাইরাল
মারণ রোগ কোভিড-১৯ এর সংক্রমণে বিপদে রয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে বিভিন্ন জিনিষের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে অনেকেই সেসব মানছে না। আমেদাবাদের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মরবি শহরে ড্রোনে চড়ে খদ্দেরের বাড়ি যাচ্ছে পানমশলা (Pan Masala)। এই ভিডিও ভাইরাল হতেই পানমশলার দোকানি তথা ড্রোন মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ড্রোনের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে পানমশলা। বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে এসে পানমশলা ডেলিভারি দেওয়া হল।ভিডিওর- ক্যাপশনে লেখা, “এটা আবার প্রমাণিত হল যে পানমশলার জন্য গুজরাট যা চায় তাইই করতে পারে। করোনার এই অতিমারীর সময়েও মরবিতে ড্রোনের মাধ্যমে পানমশলা সরবরাহ হচ্ছে।”
আমেদাবাদ, ১৩ এপ্রিল: মারণ রোগ কোভিড-১৯ এর সংক্রমণে বিপদে রয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে বিভিন্ন জিনিষের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে অনেকেই সেসব মানছে না। আমেদাবাদের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মরবি শহরে ড্রোনে চড়ে খদ্দেরের বাড়ি যাচ্ছে পানমশলা (Pan Masala)। এই ভিডিও ভাইরাল হতেই পানমশলার দোকানি তথা ড্রোন মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ড্রোনের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে পানমশলা। বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে এসে পানমশলা ডেলিভারি দেওয়া হল।ভিডিওর- ক্যাপশনে লেখা, “এটা আবার প্রমাণিত হল যে পানমশলার জন্য গুজরাট যা চায় তাইই করতে পারে। করোনার এই অতিমারীর সময়েও মরবিতে ড্রোনের মাধ্যমে পানমশলা সরবরাহ হচ্ছে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯, ১৫২; মৃতের সংখ্যা ৩০৮
করোনা ত্রস্ত গুজরাটে গুটকা, পানমশলার প্রোডাকশন বন্ধ, কারখানা বন্ধ, আমদানি রপ্তানি শিকেয় উঠেছে। মূলত, এই সব তামাকজাত উপদান খেয়ে মানব শরীরে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি। সেকারণেই সবই প্রায় নিষিদ্ধ গুজরাটে। এদিকে করোনার ভয়বহতার মধ্যেই সেসব নিষিদ্ধ উপাদানের সরবরাহের খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।