Namami Gange: 'নমামি গঙ্গা' প্রকল্পের জন্য উপহার পাওয়া ৯১২টি স্মারক নিলামে চড়িয়েছেন মোদি, দেখুন ভিডিয়ো
বিভিন্ন দেশ ও মানুষদের থেকে উপহার পাওয়া ৯১২টি স্মারক অনলাইনে নিলামে চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিলাম থেকে সংগৃহীত অর্থ নমামি গঙ্গা প্রকল্পে ব্যবহার করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।
নয়াদিল্লি: বিভিন্ন দেশ ও মানুষদের থেকে উপহার পাওয়া ৯১২টি স্মারক (mementos) অনলাইনে নিলামে (e-auction) চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিলাম থেকে সংগৃহীত অর্থ নমামি গঙ্গা প্রকল্পে (Namami Gange initiative) ব্যবহার করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।
আরও জানা গেছে, অক্টোবরের ২ তারিখ অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন থেকে পঞ্চম পর্বের এই ই-অকশন শুরু হয়েছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে (National Gallery of Modern Art) থাকা ওই স্মারকগুলির মধ্যে রয়েছে বারাণসী ঘাটের আঁকা ছবি (Painting of Banaras Ghat), চন্দন কাঠের বীণা (Craved Sandalwood Veena), কাশীর কলস (Kashi Kalash), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে নিয়ে আঁকা ছবি (paintings of PM Modi and his mother) এবং কেদারনাথ ধামের আঁকা ছবি (paintings of Kedarnath Dham)-সহ অন্যান্য জিনিস। আরও পড়ুন: Bihar Police Station Fire: থানার ভিতর আচমকা আগুন, জ্বলছে আস্ত পুলিশ স্টেশন
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)