Meghalaya Portfolio Allocation: মেঘালয়ে অর্থ-স্বরাষ্ট্র নিজের কাছে রাখলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, বিজেপিকে দিলেন মৎস্য

মেঘালয়ে মন্ত্রীদের দফতর বণ্টন হয়ে গেল। বিজেপি, ইউডিপি-র সমর্থনে সরকার গড়েছেন এনপিপি-র কনরাড সাংমা।

শিলং, ১১ মার্চ: মেঘালয়ে মন্ত্রীদের দফতর বণ্টন হয়ে গেল। বিজেপি, ইউডিপি-র সমর্থনে সরকার গড়েছেন এনপিপি-র কনরাড সাংমা। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজের হাতে রাখলেন অর্থ, স্বরাষ্ট্রমন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দফতরগুলি। পাশাপাশি বন ও পরিবেশের দায়িত্বে থাকছেন কনরাড স্বয়ং। গত মঙ্গলবার শিলংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে মেঘালয়ে টানা দু বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কনরাড সাংমা।

কনরাডের মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রীই তাঁর দল এনপিপি-র। বিজেপি-র দুই বিধায়ক আড়াই বছর করে পালা করে মন্ত্রী হবেন। এবং একই দফতর সামলাবেন। বিজেপি-র মন্ত্রী আল হেককে দেওয়া হল পশু চিকিৎসা, মৎস্য, প্রিন্টিং-স্টেশনারি এবং সচিবালয় প্রশাসনিক দফতর। আরও পড়ুন-বিজেপিকে লোকসভায় ৪০০ আসনে জেতাতে যে তিন নেতাকে গুরু দায়িত্ব দিলেন শাহ, নাড্ডারা

দেখুন টুইট

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল ইডিপি সভাপতি মেতাবা লিংডোকে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানের পদ দেওয়া হল। রাজ্যে বিজেপি দুটি আসনে জিতেছে বিজেপি। মেঘালয়ে ৫৯টি আসনের মধ্যে এনপিপি ২৬টি, ইউডিপি ১১টি, কংগ্রেস ও তৃণমূল ৫টি করে, বিজেপি ২টি আসনে জেতে। কংগ্রেস আর তৃণমূল ছাড়া মেঘালয়ে সবাই এনপিপি-র কনরাড সাংমাকেই সমর্থন করছেন।



@endif