মহারাষ্ট্রে বিরোধী জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। মারাঠা ভূমে INDIA জোটে সবচেয়ে বেশী আসনে প্রার্থী দিচ্ছে উদ্ধব ঠাকরে-র শিবসেনা। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে উদ্ধব ঠাকরে-র দল ২১টি আসনে প্রার্থী দিচ্ছে। সেখানে কংগ্রেস লড়বে ১৫টি-তে আর শরদ পওয়ারের এনসিপি ৯টি আসনে প্রার্থী দেবে। বাকি ৩টি আসন ছাড়ার জন্য রাখা হয়েছে বহুজন বঞ্চিত আগাড়ি-র জন্য। কোলাপুর আসনে কংগ্রেস না উদ্ধব ঠাকরে কে লড়বে তা নিয়ে টানাটানি চলছে।

ভেঙে দু টুকরো হয়ে যাওয়া বাল ঠাকরের দলের বিরোধী শিবিরে থাকা গোষ্ঠী এবার বিজেপির বিরুদ্ধে প্রধান দল হিসেবে লড়বে। গত লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে শিবসেনা ১৯টি আসনে জিতেছিল।

ক বছর আগে একনাথ শিন্ডের বিদ্রোহে শিবসেনা ভেঙে দু টুকরো হয়ে যায়। বিজেপির হাত ধরে উদ্ধব ঠাকরের সিংহাসন কেড়ে কুর্সিতে বসেন একনাথ শিন্ডে। শিবসেনার আসল তীর-ধনুক চিহ্ন পা একনাথ শিন্ডে। কুর্সি, চিহ্ন সব হারিয়ে উদ্ধবের সামনে এবারের লোকসভা নির্বাচন অগ্নিপরীক্ষা। একই রকম পরীক্ষা শরদ পওয়ারের। ভাইপো অজিত পাওয়ার শিন্ডে মডেলে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রের কুর্সিতে বসেন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Uttar Pradesh: প্রচণ্ড গরম মাথায় নিয়েই চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন, শেষ দফায় তাপপ্রবাহের জেরে ভোটের বলি ৩৩ ভোটকর্মী

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Election 2024: বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার পেরোল না ৬০ শতাংশ, সবথেকে বেশি ভোট পড়ল চন্ডীগড়ে

Assam LS Exit Poll Live Updates 2024: অসমে অসম লড়াই! এক্সিট পোলে হিমন্ত রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত

Lok Sabha Exit Poll 2024 Live Streaming: দেশজুড়ে জনমত সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ জোট, অনেকটাই পিছিয়ে ইন্ডি জোট; দেখুন সমীক্ষা কী বলছে

West Bengal LS Exit Poll Live Updates 2024: বঙ্গের কোন ফুলে কত লোকসভা আসন? হাত আর কাস্তে কি চিন্তায় ফেলবে দুই শিবিরকে? দেখুন এগজিট পোল

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস